ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনোনি জালমির কোচ গ্রায়েম স্মিথ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনোনি জালমির কোচ গ্রায়েম স্মিথ

গ্রায়েম স্মিথ

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগে বেনোনি জালমি ফ্র্যাঞ্চাইজির কোচ হয়েছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বেনোনি জালমির মালিক জাভেদ আফ্রিদি সোমবার স্মিথকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির মালিকও এই জাভেদ আফ্রিদি।

স্মিথ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০১৪ সালের মে মাসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্টের দুই মাস পর সমারসেটের হয়ে টি-টোয়েন্টিতে। এই প্রথম স্বীকৃত ক্রিকেটে কোচের দায়িত্ব পালন করছে যাচ্ছেন ৩৬ বছর বয়সি প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান।  

বেনোনি জালমিতে স্মিথের সহযোগী হিসেবে কাজ করবেন জিওফ টোয়ানা। একসঙ্গে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে এই সপ্তাহেই, ৪০০ ক্রিকেটারের প্লেয়ার ড্রাফট থেকে দল গঠন করতে হবে। 

এ ছাড়া ডারবান কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাড্ডে উপটনকে। আকিব জাভেদ দলটির বোলিং কোচ। স্টেলেনবোস ফ্র্যাঞ্চাইজি প্রধান কোচ করেছে প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে। তার সহযোগী হিসেবে আছেন এরিক সিমনস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়