ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ছন্দপতন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ছন্দপতন

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪১৯ রানের জবাবে পাকিস্তান করেছে ৪২২ রান। ৩ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ৬৫ রানেই হারিয়েছে চার-চারটি উইকেট।

আজ রোববার চতুর্থ দিনে ৪০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন কুশাল মেন্ডিস (১৬) ও সুরাঙ্গা লাকমল (২)। তারা দুজন পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামবেন। আউট হয়েছেন করুনারতেœ (১০), লাহিরু থ্রিমান্নে (৭), কুশাল সিলভা (২৫) ও অধিনায়ক দিনেশ চান্দিমাল (১৬)।

বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন আসাদ শফিক ও হারিস হোসেল।

তার আগে ৪ উইকেট হারিয়ে ২৬৬ রান করে তৃতীয় দিন শেষ করা পাকিস্তান আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে। চতুর্থ দিনে বাকি ৬টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আরো ১৫৬ রান যোগ করেছে তারা। আজ ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন হারিস সোহেল। তিনি ১৬১ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭৬ রান করেন। তাতে সবকটি উইকেট হারিয়ে ৪২২ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বল হাতে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৫টি উইকেট নিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়