ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিয়ালের সামনে পিএসজি, চেলসির মুখোমুখি বার্সা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালের সামনে পিএসজি, চেলসির মুখোমুখি বার্সা

ক্রীড়া ডেস্ক : চাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব চেলসিকে।

সোমবার বাংলাদেশ সময় বিকেলে সুইজারল্যান্ডের নিঁয়তে  উয়েফা সদর দপ্তরে চাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

‘এইচ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে ওঠে রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। এবার শেষ ষোলোতেই কঠিন পরীক্ষা দিতে হবে জিনেদিন জিদানের দলকে। তাদের প্রতিপক্ষ পিএসজি বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে।

জুভেন্টাসকে পেছনে ফেলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বার্সেলোনা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ চেলসি ছিল ‘সি’ গ্রুপের রানার্স-আপ। এই দুই দলের লড়াইটাও বেশ হাড্ডাহাড্ডি হবে, তা বলাই যায়।

#চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কে কার মুখোমুখি?  
 

 



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়