ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কার আশা টিকিয়ে রাখলেন থিসারা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার আশা টিকিয়ে রাখলেন থিসারা

শ্রীলঙ্কার জয়ের নায়ক থিসারা পেরেরা

ক্রীড়া প্রতিবেদক : জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের, টিকে থাকতে জিততেই হবে শ্রীলঙ্কাকে- এমন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সফল হয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লঙ্কানরা।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে এই জিম্বাবুয়ের কাছেই হেরেছিল শ্রীলঙ্কা। পরের ম্যাচে তো বাংলাদেশের সামনে স্রেফ উড়ে যায়। আজ হারলে জিম্বাবুয়ের কাছে টানা চার ওয়ানডে হারের লজ্জায় পড়ত লঙ্কানরা। সেটি হতে দেননি থিসারা পেরেরা। 

ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে জিতিতেছেন থিসারা। তার দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় ১৯৮ রানে। শ্রীলঙ্কা সেটি পেরিয়ে গেছে ৩১ বল বাকি থাকতে।



মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার জয়টা যদিও সহজ ছিল না। লক্ষ্য তাড়ায় দলের ৩৩ রানে টেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে যান উপুল থারাঙ্গা। আরেক ওপেনার কুশল পেরেরা কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বেঁধে দলের সংগ্রহ একশ পার করেন। 

৭০ রানের দ্বিতীয় উইকেট জুটিটা ভাঙতেই একটা ঝড় বয়ে যায় শ্রীলঙ্কার ইনিংসে। ১ উইকেটে ১০৩ থেকে দ্রুতই স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১১৭। পেরেরা (৪৯), মেন্ডিস (৩৬), নিরোশান ডিকভেলা (৭)- তিনজনকেই ফিরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। 

দলের ১৪৫ রানে আসেলা গুনারত্নে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরলে শ্রীলঙ্কার চাপটা আরো বেড়ে যায়। তবে দলকে আলোর পথ দেখান দিনেশ চান্দিমাল ও থিসারা। ষষ্ঠ উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৭১ বলে ৩৮ রান করেন চান্দিমাল। ২৬ বলে ৩ ছক্কা ও এক চারে ৩৯ রান করেন থিসারা।



এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা (২০) ও সলোমন মিরের (২১) ৪৪ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেনি জিম্বাবুইয়ানরা। ব্রেন্ডন টেলরের ৫৮ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করতে পেরেছিল তারা। গ্রায়েম ক্রেমার ৩৪ ও ম্যালকম ওয়ালার করেন ২৪ রান। 

৮ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নেন থিসারা। ২৮ রানে ৩ উইকেট নেন নুয়ান প্রদীপ। লাকশান সান্দাকানের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৪৪ ওভারে ১৯৮/১০ (মাসাকাদজা ২০, মিরে ২১, আরভিন ২, টেলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রেমার ৩৪, জার্ভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০; পেরেরা ৪/৩৩, প্রদীপ ৩/২৮, সান্দাকান ২/৫৭)।

শ্রীলঙ্কা: ৪৪.৫ ওভারে ২০২/৫ (পেরেরা ৪৯, থারাঙ্গা ১৭, মেন্ডিস ৩৬, ডিকভেলা ৭, চান্দিমাল ৩৮*, গুনারত্নে ৯, থিসারা ৩৯; মুজারাবানি ৩/৫২, জার্ভিস ১/৩৪, চাতারা ১/৪০)।
 


রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়