ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করাচিতে পিএসএলের ফাইনালে নেই সাব্বির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করাচিতে পিএসএলের ফাইনালে নেই সাব্বির

ক্রীড়া ডেস্ক: তামিম ইকবালের চোটের পর পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচের জন্য সাব্বির রহমানকে ডাকা হয়।

ফাইনাল ম্যাচ খেলার জন্য তাকে করাচিতে উড়িয়ে নেয় পেশোয়ার জালমি। কিন্তু আজ ফাইনাল ম্যাচে একাদশে নেওয়া হয়নি বাংলাদেশি এই হার্ডহিটারকে।

পাকিস্তান ‍সুপার লিগের গতবারের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। এবার করাচিতে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। তামিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির প্রথম পছন্দ হলেও হাঁটুর ব্যাথা বেড়ে যাওয়ায় এবারের ফাইনালে খেলা হচ্ছে না তার।

করচিতে অনুষ্ঠিত এবারের ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়ছে পেশোয়ার। টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ারের অধিনায়ক ড্যারেন স্যামি।

নিদাহাস ট্রফি থেকে দেশে ফিরে আসার পর ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হলেও মাঠে নিয়মিত খেলছিলেন তিনি। ১৯ মার্চ দেশে ফেরার পর সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলেছেন।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়