ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এমন লজ্জায় আগে পড়েনি ইংল্যান্ড!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন লজ্জায় আগে পড়েনি ইংল্যান্ড!

ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে হতাশ করেছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : বিদেশের মাটিতে টেস্ট জিততেই পারছে না ইংল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে যা একটু আশা জেগেছিল, শেষ পর্যন্ত সেটাও ভেস্তে গেছে।

বিদেশের মাটিতে এই নিয়ে টানা ১৩ টেস্টে জয়হীন থাকল ইংল্যান্ড, এমনটা তাদের টেস্ট ইতিহাসে আগে কখনো ঘটেনি!

২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। দেশের বাইরে সেটিই তাদের সবশেষ জয়। ঢাকায় পরের টেস্টে বাংলাদেশের কাছে হেরে তাদের জয়হীন যাত্রা শুরু।

এরপর ভারত সফরে পাঁচটি, অস্ট্রেলিয়ায় অ্যাশেজে পাঁচটি ও সবশেষ নিউজিল্যান্ডে দুই টেস্টে জয়হীন থাকল ইংল্যান্ড। ১৩ টেস্টের ১০টিতেই তারা হেরেছে, তিনটি ড্র হয়েছে।

এর আগে ১৯৩৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত দেশের বাইরে টানা ১২ টেস্টে জয়হীন ছিল ইংল্যান্ড। ৭০ বছরের পুরোনো সেই বিব্রতকর রেকর্ডটা ভেঙে দিল জো রুটের দল। 



রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়