ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রেকর্ড ডাকছে বার্সাকে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ড ডাকছে বার্সাকে

কোপা দেল রের ফাইনাল সামনে রেখে অনুশীলনে মেসি, রাকিটিচরা

ক্রীড়া ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায়। এই ম্যাচের আগে রেকর্ড ডাকছে বার্সাকে।

কিংস কাপ নামে পরিচিত কোপা দেল রের সবচেয়ে সফলতম দল বার্সেলোনা। প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৯ বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু কখনোই টানা চারটি শিরোপা জিততে পারেনি।

এই রেকর্ডটা আছে শুধুমাত্র দুই দলের। ১৯০৫ থেকে ১৯০৮ সাল পর্যন্ত প্রথম দল হিসেবে টানা চারটি শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। ১৯৩০ থেকে ১৯৩৩ পর্যন্ত টানা চারবার শিরোপা উৎসব করে রিয়াল মাদ্রিদকে ছুঁয়েছিল অ্যাথলেটিক বিলবাও।

সুযোগ এসেছিল বার্সেলোনার সামনেও। ১৯৫১ থেকে ১৯৫৩ পর্যন্ত টানা তিনবার কোপা দেল রের শিরোপা জিতেছিল কাতালানরা। কিন্তু পরের বছরের ফাইনালে তারা ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় ৩-০ গোলে।

বার্সার সামনে সুযোগ এসেছে আবার। আগের তিন বছরই তারা কোপার শিরোপা ঘরে তুলেছে। এর মধ্যে একবার সেভিয়াকে হারিয়েই। আজ আবার বার্সার সামনে সেভিয়া। এবার জিতলেই রিয়াল-বিলবাওয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে বার্সা।

তথ্যসূত্র : মার্কা ডটকম।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়