ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলে মুমিনুল-নুরুল-তাসকিন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ড সফরের ‘এ’ দলে মুমিনুল-নুরুল-তাসকিন

বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে

ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন মুমিনুল হক, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলা দলের বেশিরভাগই আয়ারল্যান্ড সফরের দলে আছেন। সেই সিরিজে খেলা সৌম্য সরকারও আছেন ১৬ সদস্যের দলে।

এই সফরে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সৌম্য। ওয়ানডের নেতৃত্বে থাকবেন মুমিনুল। যেখানে তার সহকারী সৌম্য।

বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ড পৌঁছাবে ২৮ জুলাই। ১ আগস্ট উইকলোতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শেষে ১৮ আগস্ট ডাবলিন ছাড়বে সফরকারী দল।

গত বছরের অক্টোবরে একটি চার দিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। সেটার ফিরতি সফরে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে আয়ারল্যান্ডে।

বাংলাদেশ ‘এ’ দল:

সৌম্য সরকার (টি-টোয়েন্টি অধিনায়ক, ওয়ানডে সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বী, মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), আফিফ হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন (জুনিয়র), জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়