ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শুরু হচ্ছে ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় মহিলা হ্যান্ডবল দলের পাইপলাইন শক্তিশালী করতে ২০১৪ সাল থেকে ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে ‘যুব জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায়।’। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮।’ এবারের এই পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১২টি দল অংশ নিবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. মকবুল হোসেন বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১২টি দল অংশ নিবে। পাঁচদিন চলবে এই প্রতিযোগিতা। ওয়ালটন গ্রুপ বরাবরই মেয়েদের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে এই ধরনের টুর্নামেন্টের প্রয়োজনীয়তা অনেক।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ ২০১৪ সাল থেকে এই টুর্নামেন্টের সঙ্গে আছি। সেটার ধারাবাহিকতা ধরে রেখে আবারো এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা তরুণদের বেশি বেশি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে চাই। সে কারণে এই ধরণের টুর্নামেন্টকে গুরুত্বসহকারে দেখি। তাছাড়া জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম। এখানে যারা ভালো করবে তারা এক সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আশা করব এবারের এই টুর্নামেন্ট থেকেও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। যারা এক সময় জাতীয় দলের হয়ে খেলবে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়