ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেবারিট ভাবছে জিম্বাবুয়ে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেবারিট ভাবছে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছি জিম্বাবুয়ে। দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে তারা। তবে তারা পেছনে ফিরে তাকাতে চায় না। এখন তারা বাংলাদেশের বিপক্ষেই সিরিজেই মনোযোগ দিতে চাচ্ছে এবং কালকের ম্যাচ নিয়ে ভাবছে। বাংলাদেশের খেলোয়াড় ও কন্ডিশন জিম্বাবুয়ের পরিচিত হওয়ায় তারা নিজেদের ফেবারিট ভাবছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যদিও আমাদের সময়টা ভালো কাটেনি। তবে আমরা আগামী কালকের ম্যাচ নিয়েই ভাবছি। এই সিরিজ থেকে কী অর্জন করা যায় সেদিকেই মনোযোগ দিচ্ছি। আমরা এখান থেকেই সামনে এগিয়ে যেতে পারি। আমাদের খেলোয়াড়রা সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছে। তারা প্রস্তুত। বাংলাদেশ গেল কয়েক বছরে অনেক উন্নতি করেছে। ঘরের মাঠে তারা খুবই ভালো খেলে। আমরাও এখানে তাদের বিপক্ষে মাঝে-মধ্যেই খেলেছি। সে কারণে আমাদেরও সুযোগ আছে। ফেবারিটের তকমার কথা বললে আমি সেটা জিম্বাবুয়ের গায়েই লাগিয়ে দিব।’

বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এতোবেশি ম্যাচ আর কোনো দল খেলেনি। তাছাড়া বাংলাদেশের ঘরোয়া লিগ ক্রিকেট ও বিপিএলে জিম্বাবুয়ের সেরা খেলোয়াড়রা খেলছেন অনেক বছর ধরে। সে কারণে বাংলাদেশে কন্ডিশন, পরিবেশ ও খেলোয়াড়দের খেলার ধরণ সম্পর্কে অবগত জিম্বাবুয়ে। বিষয়টিতে ইতিবাচক হিসেবে দেখছেন মাসাকাদজা, ‘জিম্বাবুয়ে এখানে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। আমরা বাংলাদেশের খেলোয়াড় ও কন্ডিশন সম্পর্কে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি অবগত। সে কারণে দলগতভাবে ভালো করার সুযোগ আছে আমাদের সামনে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে।’

আর্থিক টানাপোড়েনের কারণে জিম্বাবুয়ের কোচিং স্টাফরা মাঝে-মধ্যেই পরিবর্তন হচ্ছে। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন না মাসাকাদজা। কারণ, কোচিং স্টাফ পরিবর্তন হলেও খেলোয়াড়রা কিন্তু অধিকাংশ একই আছে, ‘কোচিং স্টাফরা ঘন ঘন পরিবর্তন হলেও খেলোয়াড়রা কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এই সিরিজে গ্রায়েম ক্রেমার ছাড়া দলের প্রায় সবাই খেলতে পারছে। এটা আমাদের জন্য দারুণ একটি সুযোগ দল হিসেবে খেলার।’

উপমহাদেশের উইকেট সাধারণত স্পিন বান্ধব হয়। সে বিষয়ে অবগত শেভরনরা, ‘উপমহাদেশে খেললে এ বিষয়টিতে অবশ্যই ফোকাস রাখতে হয়। এখানে স্পিন বড় ভূমিকা পালন করে। সেটার জন্য আমরা প্রস্তুতিও নিয়েছি। এটা আমাদের মনে আছে। মেহেদী হাসান মিরাজের বিপক্ষে আমি বেশ কয়েকবার খেলেছি। তাদেরকে আমরা অনেক দেখেছি। তারা কী করতে পারে সে সম্পর্কে আমরা অবগত। আসলে মূল বিষয় হল ইতিবাচক থাকা। স্পিনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতেই হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়