ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জিতলে সবাই বলবে স্বাভাবিক, হারলে ভিন্ন কথা হবে’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জিতলে সবাই বলবে স্বাভাবিক, হারলে ভিন্ন কথা হবে’

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। সিরিজ জিততে শতভাগ দিয়েই খেলতে হবে বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ। বরং সিরিজ জিততে কঠিন চ্যালেঞ্জ দেখছেন অধিনায়ক। তাইতো সতর্ক অবস্থায় রয়েছে মাশরাফি এন্ড কোং। কিন্তু মাঠের খেলায় জিম্বাবুয়ে হাঁটছে উল্টো পথে। শেষ দশ আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো জয় নেই তাদের। বাংলাদেশের বিপক্ষেও হেরেছে শেষ দশ ম্যাচ। এমতঅবস্থায় তাদের বিপক্ষে খেলা অনেকটাই ‘ডাল-ভাতের’ মতো। কিন্তু পরিসংখ্যানে বিশ্বাসী নন বাংলাদেশের অধিনায়ক।



প্রতিটি ম্যাচ তার কাছে নতুন। প্রতিটি সিরিজ তার কাছে নতুন। তাইতো কোনো ঝুঁকি নিতে চান না। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘চ্যালেঞ্জটা প্রতি ম্যাচে থাকে। ওদের হালকাভাবে নিচ্ছি না। অন্য দলের সাথে যেই চ্যালেঞ্জটা নিয়ে খেলেছি, গত এশিয়া কাপে যেভাবে খেলেছি, সেটাই থাকবে। ওদের প্রায় সব সিনিয়র খেলোয়াড়রা ফিরে এসেছে। বাংলাদেশে ওদের রেকর্ডও ভালো। তাই আমাদের ১০০ ভাগ দিয়েই খেলতে হবে।’

প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে বাড়তি সতর্ক অধিনায়ক। কারণটাও খোলাসা করলেন মাশরাফি, ‘সবার প্রত্যাশা আমরা জিতব এবং জেতার আশাই করছে সবাই। সেটা খুবই স্বাভাবিক। হয়তো জিতলে সবাই বলবে, এটাই হওয়ার কথা ছিল। হারলে কিন্তু ভিন্ন কথা হবে, এটাই স্বাভাবিক।’



দীর্ঘ আট মাস পর ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরে দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পাবে না সাকিব ও তামিমকে। তাদের ছাড়া কতটুকু করবে বাংলাদেশ?

মাশরাফি বলেছেন, ‘অনেক দিন পর ঘরের মাটিতে খেলতে নামছি। সবাই আত্মবিশ্বাসী। সাকিব ও  তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। সেভাবেই সবাই প্রস্তুতি নিয়েছে। সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য যা যা দরকার সেটাই করেছে। সবাই যেটা চাচ্ছে, সেটা যেন করতে পারে সেদিকেই সবার নজর। আশা করছি সেরা ক্রিকেট খেলেই ফল আমাদের পক্ষে নিয়ে আসতে পারব।’




রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়