ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চেলসির জয়, আর্সেনালের বিব্রতকর হার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেলসির জয়, আর্সেনালের বিব্রতকর হার

ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে ছয় গোল হজমের ধাক্কা সামলে ইউরোপা লিগে জয় তুলে নিয়েছে চেলসি। শেষ বত্রিশের প্রথম লেগে সুইডিশ ক্লাব মালমোর মাঠে ২-১ গোলে জিতেছে মারিসিও সারির দল।

চেলসির জয়ে রাতে বিব্রতকর এক হার সঙ্গী করেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে বেলারুশের ক্লাব বাতে বরিসভের মাঠে ১-০ গোলে হেরে গেছে ‘গানার’রা।

অথচ বাতে এর আগে সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলেছিল গত ডিসেম্বরে। তাদের লিগ এখনো শুরুই হয়নি। সেই দলই আর্সেনালকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো নকআউট ম্যাচ জিতল।

ইউরোপা লিগে এর আগে মাত্র একবারই কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জিতেছিল বাতে। ২০০৯-১০ মৌসুমের গ্রুপ পর্বে এভারটনের মাঠে ১-০ গোলে জিতেছিল তারা। এভারটনের হয়ে সেই একটি ম্যাচই খেলেছিলেন স্কডরান মুস্তাফি। এই জার্মান ডিফেন্ডার কাল রাতে আর্সেনালের হয়েও খেলেছেন!



ঘরের মাঠে প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বাতের একমাত্র গোলটি করেন ড্রাগুন। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের অ্যালেক্সান্ডার লাকাজেত্তির একটি গোল বাতিল হয়ে যায়। শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এই ফরাসি ফরোয়ার্ড।

অন্যদিকে সুইডেনে ম্যাচের ৩০ মিনিটে পেদ্রোর ক্রস থেকে বল জালে পাঠিয়ে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন রস বার্কলি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ের জিরুদ। ৮০ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন।

গত রোববার প্রিমিয়ার লিগে সিটির কাছে ৬-০ গোলে হেরে যাওয়া চেলসি চলতি মৌসুমে ইউরোপা লিগে এখনো পর্যন্ত অপরাজেয়। আগামী বৃহস্পতিবার স্ট্যামফোর্ড ব্রিজে হবে ফিরতি লেগ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়