ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হ্যাজার্ডের রিয়ালে আসা সময়ের অপেক্ষা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যাজার্ডের রিয়ালে আসা সময়ের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক: গ্রীষ্মের দলবদলে ইডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন শোনা গেছে আগেই। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে আসা তৃতীয় ফুটবলার হতে যাচ্ছেন চেলসি এ তারকা। সান্তিয়াগো বার্নাব্যুতে হ্যাজার্ডের যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে স্প্যানিশ গনমাধ্যমগুলো।

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ শিবিরে যুক্ত হতে যাচ্ছেন রদ্রিগো গোজ ও অ্যাইডার মিলিতো। হ্যাজার্ডসহ এ তিন ফুটবলারের চুক্তির বিষয়টি শ্রীঘ্রই অফিসিয়ালি জানাতে পারে রিয়াল মাদ্রিদ।

হ্যাজার্ডের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদানের। কয়েক বছর আগে লিলের হয়ে খেলার সময় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে হ্যাজার্ডের কথা বলছিলেন জিদান। পরিণত হয়ে উঁচু পর্যায়ে আসতে পারলে তখন হ্যাজার্ডের কথা বিবেচনা করবেন তলে জানিয়েছিলেন রিয়াল সভাপতি।

দলবদলের মৌসুম ঘনিয়ে আসায় দ্বিতীয় মেয়াদে রিয়ালে এসে আবারো হ্যাজার্ডের কথা বলেছেন জিদান। ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর আক্রমণে শূন্যতা পূরণ করতে এবার বেলজিয়ান এ তারকাকে শীঘ্রই দলে নিয়ে আসতে পারে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

এছাড়া রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিশেষ আগ্রহ রয়েছে হ্যাজার্ডেরও। জিদানের অধীনে স্বপ্নের ক্লাব রিয়ালে খেলার আগ্রহের বহুবার বলেছেন তিনি। এ জন্য চেলসির চুক্তি নবায়নের তিনটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে চুক্তি শেষ হতে আর মাত্র এক বছর বাকি রয়েছে তার। চেলসি থেকে ফ্রি বাইআউট ক্লজে তাকে দলে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করা লাগতে পারে রিয়াল মাদ্রিদকে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়