ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এমনকি টোঙ্গাও আমাদের হারাতে পারে!- ম্যারাডোনা

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমনকি টোঙ্গাও আমাদের হারাতে পারে!- ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় প্রত্যাশিত শুরু করতে পারেনি ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে তারা গেছে ০-২ গোলে। আর এতে গ্রুপ বি এর তলানিতে নেমে গেছে লিওনেল মেসির দল।

অনেক বড় বড় তারকা ফুটবলার থাকলেও গত ২৬ বছরে কোন শিরোপার মুখ দেখেনি আর্জেন্টিনা। ফাইনাল হেরেছে গত দুই কোপা আমেরিকাতেই। এতকিছুর পরও লিওনেল মেসির অধিনায়কত্বে আরেকবার আশায় বুক বেধেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। কিন্তু তাতে হোঁচট প্রথম ম্যাচেই।

আর এতেই চটেছেন দেশটির সর্বকালের সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচের পর এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এক হাত নিয়েছেন দলের খেলোয়াড়দের।

‘’এটা আপনাকে ভাবতে বাধ্য করে যে, এমনকি টোঙ্গাও আমাদের হারাতে পারে। আমাদের একটা সুখ্যাতি রয়েছে যা আমরা ফুটবলের মাধ্যমে গড়ে তুলেছি। এই জার্সির মানে কি? তোমাদেরকে এটার মুল্য বুঝতে হবে।  তোমরা এই জার্সির অপমান করছো”।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ তারিখ সকাল সাড়ে ছয়টায় প্যারাগুয়ের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে ভালো ফলাফলের বিকল্প নেই আর্জেন্টিনার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/ নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়