ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জীবনে প্রথম এত বড় পুরস্কার পেলাম: সমীর মণ্ডল

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবনে প্রথম এত বড় পুরস্কার পেলাম: সমীর মণ্ডল

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত সমীর মণ্ডল (মাঝে) এবং তার পরিবার

অগাস্টিন সুজন : ক্রেতাদের দোঁরগোড়ায় অনলাইনে আরো দ্রুত ও উত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতার অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের একজন ভাগ্যবান বিজয়ী সমীর মণ্ডল। ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করে তিনি পেয়েছেন ১ লাখ টাকার ক্যাশ ভাউচার। পুরস্কারপ্রাপ্তি নিয়ে কথা হয় তার সঙ্গে।

রাইজিংবিডি : কি করেন আপনি?
সমীর মণ্ডল :
আমি পেশায় গাড়ি চালক। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি।

রাইজিংবিডি : আপনার গ্রামের বাড়ি কোথায় এবং পরিবারে কে কে আছে?
সমীর মণ্ডল :
আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। ৩০ বছর ধরে আমি গুলশানের নর্দাতে বাস করছি। আমার এক মেয়ে এবং এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে পড়াশুনা করছে। স্ত্রী ও ছেলেকে নিয়ে বর্তমানে ৩ জনের পরিবার।

রাইজিংবিডি : ওয়ালটনের কোন পণ্যটি কিনে আপনি ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার পান?
সমীর মণ্ডল :
আমি ভাটারার তাফসির ইলেকট্রনিক্স অ্যান্ড মটরস থেকে ওয়ালটনের একটি ফ্রিজ কিনি। ফ্রিজটির দাম ছিল ২৫ হাজার টাকা। এটি কিনে রেজিস্ট্রেশন করে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাই।

রাইজিংবিডি : বাজারে আরো অনেক ব্র্যান্ড থাকতে ওয়ালটনের ফ্রিজ কেন কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন?
সমীর মণ্ডল :
বলতে গেলে ‘কম টাকায় পুষ্টিকর খাবার’রের মতো। ওয়ালটনের পণ্য দামে কম। কিন্তু মানে ভালো। তাছাড়া যেকোনো সমস্যায় সহজেই সার্ভিসও পাওয়া যায়। প্রতিবেশি ও বন্ধুবান্ধবদের কাছে সুনাম শুনে ওয়ালটন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেই।

রাইজিংবিডি : ২৫ হাজার টাকার ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার পর কেমন লেগেছে?
সমীর মণ্ডল :
পুরস্কার ভাগ্যের ব্যাপার। এর আগে আমার লাক কখনো অতটা ফেবার করে নি। এই প্রথম এত বড় কোনো পুরস্কার পেলাম। আমি খুবই খুশি।

রাইজিংবিডি : ওয়ালটনের এই অফার সম্পর্কে আগে থেকে জানতেন?
সমীর মণ্ডল :
হ্যাঁ। ফ্রিজ কেনার আগের দিন টিভির খবর থেকে এই অফার সম্পর্কে জেনেছি। কিন্তু আমি যে এই পুরস্কার পাব, এমন কোনো আশা ছিল না। পরিবারের জন্য একটি ফ্রিজ প্রয়োজন ছিল। যে কারণে আমার সামর্থ্যরে মধ্যে সেরা ব্র্যান্ডের ফ্রিজ কিনতে যাই। ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে অপ্রত্যাশিতভাবেই এত বড় একটি পুরস্কার পেয়ে যাই।

রাইজিংবিডি : এক লাখ টাকার এই ক্যাশ ভাউচার দিয়ে কি কিনতে চান?
সমীর মণ্ডল :
আমার স্ত্রীর পছন্দে ঘরের অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য কিনবো। এছাড়া আত্মীয়-স্বজনকেও তাদের প্রয়োজনীয় পণ্যটি গিফট দেব।

রাইজিংবিডি : ওয়ালটন ব্র্যান্ড ও পণ্য নিয়ে আপনার মন্তব্য জানতে চাই
সমীর মণ্ডল :
ওয়ালটন বাংলাদেশি ব্র্যান্ড। যাতায়াতের পথে গাজীপুরের চন্দ্রায় তাদের বিশাল কারখানাও দেখেছি। তাদের পণ্যের রেট কম কিন্তু মান ভালো। আমি তাদের আরো সাফল্য কামনা করছি।



রাইজিংবিডি/ঢাকা/৪ অক্টোবর ২০১৭/অগাস্টিন সুজন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়