ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বাবার দোয়ায় শেষদিনে ওয়ালটনের লাখ টাকা পেলাম’

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাবার দোয়ায় শেষদিনে ওয়ালটনের লাখ টাকা পেলাম’

শাহীন হোসেনের হাতে ওয়ালটনের লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্য তুলে দেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : ‘পবিত্র কাবা শরীফে গিয়ে হজ করেছেন বাবা। তিনিই বলতেন আমি খুব ভাগ্যবান। এমনকি তিনি সব সময় আমার জন্য দোয়াও করতেন। আজ বাবার সেই দোয়া কবুল হয়েছে বলে আমি মনে করি। কারণ ওয়ালটন কোম্পানির একটি ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছি এক লাখ টাকা। তাও আবার এই অফারের শেষদিনে। বাবার দোয়া এবং নিজের ভাগ্য ছাড়া কোনোভাবেই এমন পুরস্কার পাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

কথাগুলো শাহীন হোসেনের। গত ২৮ ফেব্রুয়ারি ৩৪ হাজার টাকা দিয়ে সাড়ে ১৯ সিএফটি আয়তনের একটি ওয়ালটন ফ্রিজ কিনে তিনি এক লাখ টাকা ক্যাশ ভাউচার পান। ৫ মাসব্যাপী চলা ওয়ালটন ডিজিটাল রেজিস্ট্রেশনের শেষদিনে এই উপহার পান শাহীন হোসেন। যেটাকে তিনি বলছেন জীবনের প্রথম ও সেরা পুরস্কার।

শাহীন হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার পাতারহাটের চরহুগলা গ্রামের বাসিন্দা তিনি। ৩ ভাই এবং ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। ২০০৭ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান। সেখানে দীর্ঘ ৬ বছর ১ মাস থাকার পর আবার দেশে ফিরে এসেছেন। বিদেশে থাকাকালীন সময়ে জমানো টাকা দিয়ে দেশে এসেই পোল্টি ফার্ম দিয়েছেন। গত চার বছর ধরে সফলতার সাথে পোল্ট্রি ব্যবসা করে যাচ্ছেন তিনি। বাবা-মা, স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে তার বর্তমান সংসার।

শাহীন হোসেন বলেন, ‘পরিবারে ফ্রিজের প্রয়োজন আরো অনেক আগে থেকেই ছিল। কিন্তু নানা সীমাবদ্ধতায় এতদিন কেনা হয়নি। বর্তমানে ফার্মের ব্যবসা ভালো হওয়ায় ফ্রিজ কেনার পরিকল্পনা করি। এদিকে জানতে পারি ওয়ালটন ফ্রিজ বা সর্বনিম্ন ১০ হাজার টাকার যেকোনো পণ্য কিনলে লাখ টাকা পাওয়ার সুযোগ আছে। তখন থেকেই বিষয়টি নিয়ে ভাবতে থাকি। কয়েকবার স্থানীয় শোরুমে গিয়ে খবরও নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘তখনই ফ্রিজ কেনার ইচ্ছা ছিল। কারণ এতে একদিকে ফ্রিজের প্রয়োজন মিটবে, অন্যদিকে অফারে অংশ নিয়ে ভাগ্য যাচাই করাও হবে। অফারের শেষ দিনে (২৮ ফেব্রুয়ারি) টাকা জোগাড় করে ঝালকাঠিতে ওয়ালটনের শোরুম ফ্লোরা ট্রেডার্সে যাই। সেখান থেকে যাচাই-বাছাই করে সাড়ে ১৯ সিএফটি সাইজের একটি ফ্রিজ কিনি। এরপর অফারে অংশ নিতে নিয়ম অনুযায়ী মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি।’

শাহীন হোসেন বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই একটা মেসেজ আসে আমার মোবাইলে। সেটা ওপেন করি দেখি এক লাখ টাকার ক্যাশ ভাউচার। এটা দেখে যে আমার কেমন আনন্দ লেগেছে, তা বলে বুঝাতে পারব না। আমার দীর্ঘদিনের আশা পূরণ হলো। ছোটবেলা থেকেই লটারি ধরা খুব শখ। কোথাও কোনো লটারির খবর পেলে চলে যাই। বিদেশে গিয়েও বড় বড় অংকের লটারি ধরেছিলাম। কোনো দিন একটা লটারির পুরস্কার পাইনি। অথচ বহুদিনের কাঙ্ক্ষিত সেই পুরস্কারটি ঠিকই পেলাম। তবে সেটা লটারিতে নয়। ওয়ালটন কোম্পানির সুবাদে আজ এমন পুরস্কার পেলাম।’

তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার এই খবর আমার জীবনে সেরা খবর। আমার এ প্রাপ্তিতে আমার সব আত্মীয়-স্বজন মহাখুশি। তবে বেশি খুশি আমার বাবা। যিনি সব সময় আমার জন্য দোয়া করতেন।’

ক্যাশ ভাউচারের টাকা দিয়ে কি কিনেছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘লাখ টাকার এ পুরস্কার দিয়ে পরিবারের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য কিনেছি। এর মধ্যে রয়েছে ১টা ফ্রিজ, যেটা শশুরবাড়িতে গিফট করেছি। এছাড়া নিজেদের পরিবারে ব্যবহারের জন্য স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ৩২ ইঞ্চির একটা এলইডি টিভি, একটা মাইক্রোওয়েভ ওভেন, ৩টা মোবাইল ফোন, ৩টা সিলিং ফ্যান, ২টা ওয়াল ফ্যান ১টা চার্জার ফ্যান, ৩টা ফ্রাইপ্যান, ১টা কারি কুকার এবং ১টা ইন্ডাকশন কুকার নিয়েছি। এসব পণ্য হাতে পেয়ে আমার স্ত্রীও মহাখুশি।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হয় নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৮/অগাস্টিন সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়