ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাসেল আমাকে দেখলে একটু ‘শাই ফিল’ করে : মুস্তাফিজ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসেল আমাকে দেখলে একটু ‘শাই ফিল’ করে : মুস্তাফিজ

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে আন্দ্রে রাসেলকে একাধিকবার আউট করেছেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও রাসেলের বিপক্ষে তার সাফল্য ঈর্ষণীয়।  রাসেলকে কোন জায়গায় বোলিং করলে আটকানো যাবে বা কোন বল দিলে উইকেট পাওয়া যাবে তা খুব ভালো করে জানেন মুস্তাফিজ।

গতকাল টনটনে ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশের ওপর চেপে বসার অপেক্ষায় ছিল তখন মুস্তাফিজ বাংলাদেশকে ম্যাচে ফেরান।  ৩৫তম ওভারে মুস্তাফিজ নিজের তৃতীয় স্পেলে এসেছিলেন। এসেই বেদম মার খান। ওভারে খরচ করেন ১৯ রান। মিডিয়া প্রান্ত বদলে ৪০তম ওভারে আবার বোলিংয়ে আসেন বাঁহাতি পেসার। ওই ওভারেই ম্যাচে ফেরে বাংলাদেশ।  দারুণ স্লোয়ারে প্রথমে হেটমায়ারকে আউট করেন। এক বল পর মুস্তাফিজের আরেকটি স্লোয়ারে রাসেল উইকেটের পেছনে ক্যাচ দেন শূন্য রানে। ওই সময়ে মুস্তাফিজের এক ওভারে দুই উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচ শেষে মাশরাফি বলেছেন ওই ওভার ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।  নিজের বোলিং নিয়ে স্বল্পভাষী মুস্তাফিজ ম্যাচ শেষে কথা বলেন মিক্সড জোনে।

‘ওই সময় তো ওরা সবাই আক্রমণে যাওয়া শুরু করেছিল।  আমাকে ওই সময় বোলিংয়ে এনেছিল।  আমি শুধু চেষ্টা করছি। এই আর কি…বাকিটা তো আল্লাহর ইচ্ছা।  রাসেলকে এর আগেও অনেকবার আউট করছি। ও আমাকে দেখলে একটু শাই ফিল করে।  এজন্য আমি সেটা কাজে লাগাতে পারছি। ’ – মুস্তাফিজ।

দলকে জয় পেতে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ।  শেষ দিকে নিজেকে ফিরে পেলেও শুরুর ওভারগুলোতে রান দিচ্ছিলেন বেশ।  ইংলিশ কন্ডিশনে তার বোলিং নিয়ে অনেক সমালোচনা হলেও সেসব মাথায় নিচ্ছেন না বাঁহাতি পেসার, ‘কে কি বললো সেটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি নিজে ঠিক থাকলে সব ঠিক।’

সেমিফাইনাল যেতে হলে বাংলাদেশকে সামনের চার ম্যাচের তিনটিতে জিততেই হবে।  মুস্তাফিজেরও প্রত্যাশা দল ভালো খেলে যাবে শেষ চারে, ‘দরকার তো জয়ের।  ভালো খেললে সেমিফাইনাল যেতে পারব। সেটা আমাদের সবার প্রত্যাশা।’

সাকিবের পারফরম্যান্স নিয়ে প্রশংসা হচ্ছে বেশ।  মুস্তাফিজ কেন বাদ থাকবেন। মিক্সড জোনে শেষ প্রশ্নে বললেন, ‘খুব ভালো খেলছে। বেশি ভালো খেলছেন উনি।’



রাইজিংবিডি/টনটন/১৮ জুন ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়